Search This Blog

History gk in Bengali question and answer part 2 ( ইতিহাসের গুরুত্বপূর্ণ gk)

 সুপ্রিয় বন্ধুরা 

আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা History কিছু Gk questions and answers নিয়ে আলোচনা করব। এটি  2nd part

আজ আমরা History এর গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ, আন্দোলন ও বিপ্লবিক ঘটনা সমূহ questions and answers নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। আশা করছি এই আলোচনা টি তোমরা পরলে একটু হলেও তোমাদের কাজে দেবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক।



১. রোমসি আন্দোলন কবে কোথায় কার নেতৃত্বে হয়?

👉 সাল: 1879 খ্রিস্টাব্দ

👉স্থান: মহারাষ্ট্র

👉 নেতৃত্ব: বসুদেব বলবন্ত ফারকে

২.বয়কট ও স্বদেশী আন্দোলন কবে কোথায় কাদের নেতৃত্বে হয়?

👉 সাল: 1905-1908 খ্রিস্টাব্দ

👉স্থান: বাংলা (পরবর্তী সময় পুরো ভারতবর্ষে)

👉 নেতৃত্ব: লাল-বাল-পাল, অরবিন্দ ঘোষ, সাভারকার

৩. কিংসফোর্ড হত্যা কবে কোথায় কার নেতৃত্বে হয়?

👉 সাল: 1908 খ্রিস্টাব্দ

👉স্থান: মুজাফফরপুর

👉 নেতৃত্ব: ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী

৪. আলিপুর বোমা ষড়যন্ত্র কবে কোথায় ও কাদের নেতৃত্বে হয়?

👉 সাল: 1908 খ্রিস্টাব্দ

👉স্থান: কলকাতা

👉 নেতৃত্ব: অরবিন্দ ঘোষ

৫.কার্জন উইলি হত্যা কবে কোথায় ও কার নেতৃত্বে হয়?

👉 সাল: 1909 খ্রিস্টাব্দ

👉স্থান: লন্ডন

👉 নেতৃত্ব: মদন লাল ধিংরা

৬. দিল্লি বোমা ষড়যন্ত্র কবে কোথায় ও কার নেতৃত্বে হয়?

👉 সাল:1912 খ্রিস্টাব্দ

👉স্থান: দিল্লি

👉 নেতৃত্ব: রাজবিহারী বসু ও বসন্ত কুমার

৭. লাহোর ষড়যন্ত্র কবে কোথায় ও কাদের নেতৃত্বে হয়?

👉 সাল: 1915 খ্রিস্টাব্দ

👉স্থান:লাহোর এবং পরে অবিভক্ত পাঞ্জাবি সামরিক অভ্যুত্থান

👉 নেতৃত্ব: রাজবিহারী বসু (গদর বিপ্লবের সক্রিয় সহযোগিতা)

৮. বুড়িবালামের যুদ্ধ কবে কোথায় ও কার নেতৃত্বে হয়?

👉 সাল: 1915 খ্রিস্টাব্দ

👉স্থান: বুড়িবালাম, উড়িষ্যা

👉 নেতৃত্ব: যতীন্দ্র মুখোপাধ্যায় (বাঘাযতীন)

৯. হোমরুল আন্দোলন কবে কোথায় ও কাদের নেতৃত্বে হয়?

👉 সাল:1916-1918 খ্রিস্টাব্দ

👉স্থান: পুনে থেকে পুরো ভারতবর্ষে

👉 নেতৃত্ব: বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত

১০. চম্পারন সত্যাগ্রহ কবে কোথায় ও কার নেতৃত্বে হয়?

👉 সাল: 1917 খ্রিস্টাব্দ

👉স্থান: বিহার

👉 নেতৃত্ব: মহাত্মা গান্ধী


Part 1:Click here


এই question গুলি খুবই important প্রিয় বন্ধুরা তোমরা এগুলি পড়লে পরীক্ষায় কমন অবশ্যই পাবে কিছু দিনের ভিতরে এর সম্পূর্ণ pdf আমরা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ততদিন পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম


প্রতিদিন এরকম general knowledge এবং current affairs পেতে হলে এই website এ visit করুন


ধন্যবাদ



Post a Comment

0 Comments