Search This Blog

West Bengal police history question (ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহ)

 সুপ্রিয় বন্ধুরা 

আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজও আমরা History কিছু Gk questions and answers নিয়ে আলোচনা করব। এই গুলো বারবার West Bengal police এসছে। Preliminary main exam এর জন্য এগুলি খুবই important

আজ আমরা ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সেই question and answers নিয়ে আলোচনা করব। যদি তোমরা আগের পাট গুলি না দেখে থাকো নিচের দেওয়া়া লিংকে click করে আগের part গুলি দেখে নিও। ভালো লাগলে like comment share করো । পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। আশা করছি এই আলোচনা টি তোমরা পরলে একটু হলেও তোমাদের কাজে দেবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক।

          

                 ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল সমূহ

 Join our telegram group Click here


১. হিদাসপিসের যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉 সাল: 326 খ্রিস্টপূর্বাব্দ


👉কার কার মধ্যে: পুরো ও আলেকজান্ডার


👉জয়ী: আলেকজান্ডার


২. কলিঙ্গ যুদ্ধ কত সালে কাদের মধ্যে জয়ী হয়েছিল?


👉সাল: 261 খ্রিস্টপূর্বাব্দ


👉কার কার মধ্যে: সম্রাট অশোক ও কলিঙ্গের রাজা


👉জয়ী: সম্রাট অশোক


৩. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1191 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: মোহাম্মদ ঘুরী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান


👉জয়ী: তৃতীয় পৃথ্বীরাজ চৌহান


৪. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1192 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: মোহাম্মদ ঘুরী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান


👉জয়ী: মোহাম্মদ ঘড়ি


৫. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1526 খ্রিস্টাব্দ 21 এপ্রিল


👉কার কার মধ্যে: বাবর ও  ইব্রাহিম লোদী


👉জয়ী: বাবর


৬. খানুয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1527 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহ


👉জয়ী: বাবর


৭. ঘর্ঘরার যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1529 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: বাবর ও আফগানের সম্মিলিত বাহিনী (সিকান্দার লোদী)


👉জয়ী:বাবর


৮. চৌসার যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1539 খ্রিস্টাব্দ 27 জুন


👉কার কার মধ্যে: শেরশাহ ও হুমায়ুন


👉জয়ী: শেরশাহ


৯. কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1540 খ্রিস্টাব্দ 17 জুন


👉কার কার মধ্যে:শেরশাহ ও হুমায়ুন


👉জয়ী:শেরশাহ


১০. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1556 খ্রিস্টাব্দ 5 নভেম্বর


👉কার কার মধ্যে: আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমু


👉জয়ী: বৈরাম খাঁ


১১. তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1564-1565 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: বিজাপুর গোলকুণ্ডা আহ্মেদনগর এবং ভিতরের সম্মিলিত মুসলিম হোসেন নিজাম ও বিজয় নগরের রাজা রাম রাজা


👉জয়ী: হোসেন নিজাম


১২. হলদিঘাটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1576 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: আকবরের সেনাপতি ও আসফ খাঁ এবং রানা প্রতাপ


👉জয়ী: মানসিংহ ও আসফ খাঁ


১৩. রাজমহলের যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1567 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: মুঘল এবং বাংলার বিদ্রোহী পাঠান সুলতান দাউদ কররানী


👉জয়ী: মুঘল (আকবর)


১৪. সামুগড়ের যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল:1658 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে:ঔরঙ্গজেব এবং দারা শিকোহ ও শাহজাহানের সম্মিলিত বাহিনী


👉জয়ী: ঔরঙ্গজেব


১৫. কারনাল এর যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1739 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: নাদির শাহ ও মোহাম্মদ শাহ


👉জয়ী: নাদির শাহ


১৬. প্রথম কর্ণাটকের যুদ্ধকত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1746-1748 খ্রিস্টাব্দ


👉কার কার মধ্যে: ফরাসি ও ইংরেজ


👉জয়ী: ফরাসি


১৭. আম্বুর এর যুদ্ধ কত সালে কাদের মধ্যে কে জয়ী হয়েছিল?


👉সাল: 1749 খ্রিস্টাব্দ 3 আগস্ট


👉 কার কার মধ্যে: ফরাসি শাসনকর্তা ডুপ্লে ও আর্টের নবাব আনোয়ার উদ্দিন


👉জয়ী: ডুপ্লে (ফরাসি)


সন্ধি ও চুক্তি-Click here

বিদ্রোহ আন্দোলন 1 Click here

বিদ্রোহ আন্দোলন 2 Click here

বিদ্রোহ আন্দোলন 3 Click here

বিদ্রোহ আন্দোলন 4 Click here


এই question গুলি খুবই important. আগেরবার গুলিও খুবই গুরুত্বপূর্ণ লিংকে ক্লিক করে দেখে নাও। প্রিয় বন্ধুরা তোমরা এগুলি পড়লে পরীক্ষায় কমন অবশ্যই পাবে কিছু দিনের ভিতরে আমরা প্রতিটি Part

এর সম্পূর্ণ pdf আমরা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ততদিন পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম


প্রতিদিন এরকম general knowledge এবং current affairs পেতে হলে এই website এ visit করুন


ধন্যবাদ










Post a Comment

0 Comments