Search This Blog

India's first man part 3

 সুপ্রিয় বন্ধুরা

আমাদের ওয়েবসাইটে তোমাদের আবারও স্বাগতম আশা করছি সবাই সুস্থ আছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

বিগত দিনগুলিতে আমরা ভারতের প্রথম পুরুষ নিয়ে আলোচনা করেছে প্রথম এবং দ্বিতীয় পর্ব দিয়েছি আজ আমরা তৃতীয় পর্বে আলোচনা করব।ভারতের প্রথম পুরুষ থেকে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা তে প্রায় দু তিনটে প্রশ্ন এসে থাকে। তাই আমরা যদি ভারতের প্রথম পুরুষ সবগুলি মুখস্ত করে নিতে পারি আমাদের পক্ষে কিছু হলেও প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সুপ্রিয় বন্ধুরা আমরা এর আগেও history question answer, geography question answer, India's first woman question answer প্রভৃতি আলোচনা করেছি। কি বন্ধুরা আমরা আর কিছুদিনের মধ্যে প্রতিটি প্রশ্নের প্রতিটি আলোচ্য বিষয়ের ওপর pdf দিয়ে দেব। তোমরা যদি তোমাদের telegram channel join করো ওখানে আমরা পিডিএফ দিয়ে দিই। ওখানে প্রতিদিন most important question এর ওপর quiz হয়। তুমি যদি যুক্ত হতে চাও লিংক নিচে দেওয়া আছে। বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আমরা একটি YouTube channel শুরু করতে যাচ্ছি। যাতে তোমাদের আরো সুবিধা সাহায্য হয়।

এরপরে তোমরা কি কি বিষয়ের উপর প্রশ্ন উত্তর পেতে চাও বা দরকার আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পোস্টগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও।

চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় ভারতের প্রথম পুরুষ তৃতীয় পর্ব(India's first man part 3)

                     India's first man part 3


Join our telegram click here


১. অক্সিজেন সিলিন্ডার ছড়ায় মাউন্ট এভারেস্টে আরোহণকারী -- শেরপা ফু দর্জি

২. অর্থনীতির নোবেল পুরস্কার প্রাপক -- অমর্ত্য সেন (1998)

৩. ভারতের বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক -- কৈলাস সতার্থি

৪. ভারতের পাইলট -- জি আর ডি টাটা (1929)

৫. আন্টার্টিকা বিজয়ী -- লিফট টেন্ডার রামচরণ (1960)

৬. দক্ষিণ মেরু বিজয়ী -- কর্নাল জে কে বাজাজ

৭. উত্তর মেরু বিজয়ী -- জগন্নাথ শ্রী নিবাসারাঘবন

৮. ভারতের আশা আমেরিকার রাষ্ট্রপতি -- ডোয়াইট ডি আইসেনহাওয়ার (1959)

৯. ভারতবর্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী -- হ্যারল্ড ম্যাকমিলান

১০. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি -- কে আর নারায়ন(10 তম)

১১. মহাকাশ পর্যটক -- সন্তোষ জর্জ কুলাঙ্গারা 

১২. অস্কার পুরস্কার প্রাপক (লাইফটাইম অ্যাচিভমেন্ট)/ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক -- সত্যজিৎ রায়

১৩. অস্কার পুরস্কার প্রাপক সুরকার (দুটি অস্কার) -- এ আর রহমান (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)

১৪. অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক -- মেহেবুব খান (1957, মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য)

১৫. অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার -- রাসুল পুকুটি (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)

১৬. ফর্মুলা ওয়ান গাড়িচালক -- নারায়ণ কার্তিকেঅন

১৭. মিস্টার ইউনিভার্স -- মনোতোষ রয়

১৮. মিস্টার ওয়ার্ল্ড -- রহিত খান্দেলওয়াল

১৯. অলিম্পিকে পদক জয়ী ব্রঞ্চ -- কেডি যাদব (1952 কুস্তি)

২০.অলিম্পিকে পদক জয়ী রুপো -- রাজ্যবর্ধন সিং রাঠোর(2004, ডাবল ট্রাবল শ্যুটিং)

২১.অলিম্পিকে পদক জয়ী সোনা -- অভিনব বিন্দ্রা (2008, 10মি এয়ার রাইফেল শুটিং)

২২. টেস্ট ক্রিকেটের অধিনায়ক -- সি কে নাইডু (1932)

২৩. ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক -- অজিত ওয়াদেকর

২৪. টেস্ট ক্রিকেটের শতরানকারী -- লালা অমরনাথ

২৫. ওয়ানডে ক্রিকেটের শতরানকারী -- কপিল দেব

২৬. ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রান কারী -- শচীন টেন্ডুলকার

২৭. টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক কারী -- হরভজন সিং

২৮. ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক কারী -- চেতন শর্মা

Join our telegram click here

Part 1 click here

Part 2 click here


বন্ধুরা আজকে এই পর্যন্তই ভারতের প্রথম পুরুষ আজ সমাপ্ত হল। আর কি কি বিষয় তোমরা জানতে চাও বা কি কি বিষয় পড়তে চাও সেগুলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাও।

বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটি first part পরের part গুলি আমরা আগামী কাল দিয়ে দেব। প্রিয় বন্ধুরা তোমরা আমাদের telegram group এ যোগ দাও। যাতে প্রতিদিনের আপডেট পেতে পারো টেলিগ্রামে আমরা সবসময়ই কুইজ করিয়ে থাকি আগত দিনগুলিতে আমাদের ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা করা হবে। 


কিছুদিনের মধ্যেই প্রতিটি questions pdf আমরা তোমাদের দিয়ে দেবো।এভাবে আমাদের সাথে যুক্ত থাকো এবং প্রতিদিন অনেক অনেক প্রশ্ন উত্তর করতে থাকো।


ধন্যবাদ








Post a Comment

0 Comments