Search This Blog

India's largest, smallest, highest, longest, etc. Part 2

 সুপ্রিয় বন্ধুরা

আবার একবার আমাদের ওয়েবসাইট তোমাকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি করে যাচ্ছ।

প্রতিদিনের ন্যায় আজও আমরা কিছু প্রশ্ন general knowledge এর question and answer করব। বিগত দিনগুলিতে আমার প্রচুর প্রশ্ন উত্তর করেছি। আমরা এর আগে ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা কিছু ভূগোলের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা আলোচনা করেছে। গতকাল আমরা ভারতের উচ্চতম দীর্ঘতম ইত্যাদি এর part 1 নিয়ে আলোচনা করেছি। আজমের প্রধানত India's largest, smallest, highest, longest, etc. নিয়ে আলোচনা করব। বিশ্ব বিখ্যাত কিছু ভারতের ক্ষুদ্রতম দীর্ঘতম উচ্চতম ইত্যাদি থেকে অনেক কষ্টে নিচে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর থেকে প্রশ্ন এসেছে। যেমন police rail PSC প্রভৃতি। তুমি যদি আগে পোস্টগুলি না দেখে থাকো নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নাও।

বন্ধু চলো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় ভারতের উচ্চতম দীর্ঘতম ক্ষুদ্রতম প্রভৃতি পর্ব 2



         

ভারতের উচ্চতম দীর্ঘতম ক্ষুদ্রতম


Join our telegram click here


১. বৃহত্তম গুহা মন্দির -- ইলোরা (মহারাষ্ট্র)

২. বৃহত্তম জাদুঘর -- ভারতীয় জাদুঘর (কলকাতা)

৩. বৃহত্তম প্লানেটরিয়াম -- বিড়লা প্লানেটরিয়াম (কলকাতা)

৪.বৃহত্তম চিড়িয়াখানা -- আলিপুর জুলজিক্যাল গার্ডেন (কলকাতা)

৫. বৃহত্তম উদ্ভিদ উদ্যান -- আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর (হাওড়া)

৬. বৃহত্তম ব-দ্বীপ -- সুন্দরবন

৭. বৃহত্তম বাঁধ -- তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)

৮. বৃহত্তম গ্রন্থাগার -- ন্যাশনাল লাইব্রেরী ( কলকাতা)

৯. বৃহত্তম পর্বতমালা -- হিমালয় পর্বতমালা

১০. দীর্ঘতম সেতু (সড়ক সেতু) -- টি ভি এন আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে (হায়দ্রাবাদ)

১১. বৃহত্তম বিমানবন্দর -- ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (মুম্বাই)

১২. বৃহত্তম স্টেডিয়াম -- বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (গ্রেটার নয়ডা)

১৩. উচ্চতম দরজা -- বুলন্দ দরজা ফতেপুর সিক্রি (আগ্রা, উত্তর প্রদেশ)

১৪. বৃহত্তম স্বাদু জলের হ্রদ -- উলার (কাশ্মীর)

১৫. বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ -- সম্বর (রাজস্থান)

১৬. বৃহত্তম মনুষ্যনির্মিত হ্রদ -- গোবিন্দ বল্লভ পন্থ সাগর (উত্তর প্রদেশ)

১৭. বৃহত্তম উপহ্রদ -- চিলকা (উড়িষ্যা)

১৮. উচ্চতম হ্রদ -- চলামো (সিকিম)

১৯. বৃহত্তম মসজিদ -- জামা মসজিদ (দিল্লি)

২০. বৃহত্তম মন্দির -- শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাড়ু)

Join our telegram click here

Part 1 click here

বন্ধুরা আজকে এই পর্যন্তই ভারতের প্রথম পুরুষ আজ সমাপ্ত হল। আর কি কি বিষয় তোমরা জানতে চাও বা কি কি বিষয় পড়তে চাও সেগুলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাও।


বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটি first part পরের part গুলি আমরা আগামী কাল দিয়ে দেব। প্রিয় বন্ধুরা তোমরা আমাদের telegram group এ যোগ দাও। যাতে প্রতিদিনের আপডেট পেতে পারো টেলিগ্রামে আমরা সবসময়ই কুইজ করিয়ে থাকি আগত দিনগুলিতে আমাদের ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা করা হবে। 


কিছুদিনের মধ্যেই প্রতিটি questions pdf আমরা তোমাদের দিয়ে দেবো।এভাবে আমাদের সাথে যুক্ত থাকো এবং প্রতিদিন অনেক অনেক প্রশ্ন উত্তর করতে থাকো।


ধন্যবাদ 










Post a Comment

0 Comments