Search This Blog

World famous buildings and architecture

 সুপ্রিয় বন্ধুরা

আবার একবার আমাদের শুধু তোমাকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি করে যাচ্ছ।

প্রতিদিনের ন্যায় আজও আমরা কিছু প্রশ্ন general knowledge এর question and answer করব। বিগত দিনগুলিতে আমার প্রচুর প্রশ্ন উত্তর করেছি। আমরা এর আগে ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা কিছু ভূগোলের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা আলোচনা করেছে। গতকাল আমরা জনক ও ব্যক্তি নিয়ে আলোচনা করেছি। আজমের প্রধানত world famous building and architecture নিয়ে আলোচনা করব। বিশ্ব বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য থেকে অনেক কষ্টে নিচে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় পল্লীতে অভির থেকে প্রশ্ন এসেছে। যেমন police rail PSC প্রভৃতি। তুমি যদি আগে পোস্টগুলি না দেখে থাকো নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নাও এবং আমাদের ডিজিটাল বিরক্ত হও।

তুই কি হলো বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বিশ্ব বিখ্যাত কিছু ভয়াবহ স্থাপত্য(world famous building and architecture)

Join our telegram click here


               

World famous buildings and architecture






১. হোয়াইট হাউস -- মার্কিন রাষ্ট্রপতি সরকারি বাসভবন

২. 10 নম্বর ডাউনিং স্ট্রিট -- লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

৩. ক্রেমলিন -- মস্কোর জার (সম্রাট) এর প্রাসাদ, বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয়

৪. বেকিংহ্যাম প্যালেস -- ব্রিটেনের রাজপরিবারের বাসভবন

৫. ভ্যাটিকান -- ইতালির রোম শহরে খ্রিস্টান ধর্মগুরু পোপ এর বাসভবন

৬. বঙ্গভবন -- ঢাকা শহরে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন

৭. গণভবন -- বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

৮. এলিস প্যালেস -- ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন

৯. ব্লু হাউজ -- দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন

১০. লিক পর্যবেক্ষণাগার -- ক্যালিফোর্নিয়ার অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার

১১. বিগ বেন -- ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত বিরাট ঘড়ি

১২. এম্পায়ার স্টেট বিল্ডিং -- নিউইয়র্কে অবস্থিত 102 তলার গগনচুম্বী ইমারত

১৩. ব্রান্ডেনবার্গ গেট -- জার্মানির বার্লিন শহরে অবস্থিত অষ্টাদশ শতকের ঐতিহাসিক স্থাপত্য

১৪. অঙ্করভাট -- কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মন্দির

১৫. দে লুভর -- প্যারিসে অবস্থিত বিশ্ব বিখ্যাত মিউজিয়াম

১৬. লিনিং টাওয়ার -- 183 ফুট উঁচু হেলানো মিনার ইতালির ভিসা তে অবস্থিত

১৭. মারডাকা প্যালেস -- জাকার্তার অবস্থিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সরকারি বাসভবন

১৮. স্কটল্যান্ড ইয়ার্ড -- লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদর দপ্তর

১৯. 7 রিস কোর্সরোড -- ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

২০. ওয়েম্বলি -- লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম

২১. পেন্টাগন -- আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখ্য কার্যালয়

২২. নারায়ন হিতি প্যালেস -- কাঠমান্ডুতে অবস্থিত নেপালের পূর্বতম রাজবাড়ী এবং বর্তমানের মিউজিয়াম

২৩. হেগিয়া সোফিয়া -- তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ বর্তমানে মিউজিয়াম

২৪. নয়শায়ান স্টাইল ,কাসেল -- জার্মানিতে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ

২৫. পেট্রোনাস টাওয়ার -- মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত গগনচুম্বী ইমারত

২৬. বুর্জ খালিফা --দুবাই অবস্থিত পৃথিবীর উচ্চতম মানুষ নির্মিত ইমারত

২৭. অপেরা হাউস -- অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ

২৮. আইফেল টাওয়ার -- ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উচ্চ মিনার

২৯. স্ট্যাচু অফ লিবার্টি -- আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত একটি বিশালতায় মূর্তি

৩০. আলহামব্রা -- স্পেনের গ্রানাডা অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ-দুর্গ

Join our telegram click here

জনক ও ব্যক্তি click here


বন্ধুরা আজকে এই পর্যন্তই ভারতের প্রথম পুরুষ আজ সমাপ্ত হল। আর কি কি বিষয় তোমরা জানতে চাও বা কি কি বিষয় পড়তে চাও সেগুলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাও।

বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটি first part পরের part গুলি আমরা আগামী কাল দিয়ে দেব। প্রিয় বন্ধুরা তোমরা আমাদের telegram group এ যোগ দাও। যাতে প্রতিদিনের আপডেট পেতে পারো টেলিগ্রামে আমরা সবসময়ই কুইজ করিয়ে থাকি আগত দিনগুলিতে আমাদের ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা করা হবে। 

কিছুদিনের মধ্যেই প্রতিটি questions pdf আমরা তোমাদের দিয়ে দেবো।এভাবে আমাদের সাথে যুক্ত থাকো এবং প্রতিদিন অনেক অনেক প্রশ্ন উত্তর করতে থাকো।

ধন্যবাদ





Post a Comment

0 Comments