Search This Blog

India's first woman part 2

 সুপ্রিয় বন্ধুরা


আবার একবার তোমাদের স্বাগতম আমাদের ওয়েবসাইটে


প্রতিদিনের মত আজও আমরা কিছু gk question answer নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রধানত ভারতের প্রথম মহিলা সম্বন্ধিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। India's first woman থেকে বিগত প্রচুর প্রচুর পরীক্ষায় এর থেকে questions এসেছে। তাই আমরা এই সম্বন্ধিত questions and answers নিয়ে আলোচনা করবো। ভারতের প্রথম মহিলা এই সংক্রান্ত questions এর এটি 2nd part .এর আগে আমরা প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ইতিহাস,ভূগোল এর most important questions নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যদি আগের part গুলি না দেখে থাকো নিচে দেওয়া link click করে দেখে নাও।


তো আজকের আলোচ্য বিষয় শুরু করা যাক। ভারতের প্রথম মহিলা (India's first woman)



                 

India's first woman





           Join our telegram click here



১. দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক -- দীপিকা রানী (1969)

২. ইংরেজি ভাষার কবি -- তরু দত্ত

৩. নির্বাচন কমিশন -- রমাদেবি

৪. চিত্রকর -- সুনয়নী দেবী

৫. পদ্মশ্রী প্রাপক, রাজ্যসভার সদস্য -- নার্গিস দত্ত

৬. মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) -- রাজকুমারি আমৃত কৌর

৭. মহিলা মন্ত্রী (রাজ্য) -- বিজয় লক্ষী পন্ডিত (উত্তর প্রদেশ)

৮. ভারতরত্ন পুরস্কার প্রাপক -- ইন্দিরা গান্ধী (1971)

৯. আন্টার্টিকা অভিযানকারী -- মেহের মুস

১০. চলচ্চিত্র অভিনেত্রী -- কমলা গোখলে

১১. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক -- আশাপূর্ণা দেবী

১২. ভারতের বৃহত্তম ব্যাংকের চেয়ারম্যান -- অরুন্ধুতি ভট্টাচার্য

১৩. বুকার পুরস্কার প্রাপক -- অরুন্ধতী রায়

১৪. ভারতরত্নে ভূষিত সংগীতশিল্পী -- এম এস শুভলক্ষ্মী

১৫. জাতীয় কংগ্রেসের সভাপতি (বিদেশিনী) -- অ্যানি বেসান্ত(1917)

১৬. জাতীয় কংগ্রেসের সভাপতি (ভারতীয়) -- সরোজিনী নাইডু(1925)

১৭. এশিয়াডে সোনাজয়ী -- কমলজিত সাধু(1978)

১৮. নোবেল পুরস্কার বিজয়ী -- মাদার টেরেসা(1979, শান্তি)

১৯. অলিম্পিক অ্যাথলেটিক অংশগ্রহণকারী -- নিলিমা ঘোষ ও মেরি ডিসুজা(1952)

২০. অলিম্পিক পদকজয়ী (ব্রোঞ্জ) -- কর্ণম মলেস্বরি (ভারো ওয়ালন)

Join your telegram click here


Part 1 click here

ভারতের জাতীয় উদ্যান part 1 click here

ভারতের জাতীয় উদ্যান part 2 click here

প্রিয় বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটি first part পরের part গুলি আমরা আগামী কাল দিয়ে দেব। প্রিয় বন্ধুরা তোমরা আমাদের telegram group এ যোগ দাও। যাতে প্রতিদিনের আপডেট পেতে পারো টেলিগ্রামে আমরা সবসময়ই কুইজ করিয়ে থাকি আগত দিনগুলিতে আমাদের ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা করা হবে। 


কিছুদিনের মধ্যেই প্রতিটি questions pdf আমরা তোমাদের দিয়ে দেবো।এভাবে আমাদের সাথে যুক্ত থাকো এবং প্রতিদিন অনেক অনেক প্রশ্ন উত্তর করতে থাকো।


ধন্যবাদ




Post a Comment

0 Comments