Search This Blog

India's first woman part 1(ভারতের প্রথম মহিলা)

 সুপ্রিয় বন্ধুরা

আবার একবার তোমাদের স্বাগতম আমাদের ওয়েবসাইটে

প্রতিদিনের মত আজও আমরা কিছু gk question answer নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রধানত ভারতের প্রথম মহিলা সম্বন্ধিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। India's first woman থেকে বিগত প্রচুর প্রচুর পরীক্ষায় এর থেকে questions এসেছে। তাই আমরা এই সম্বন্ধিত questions and answers নিয়ে আলোচনা করবো। ভারতের প্রথম মহিলা এই সংক্রান্ত questions এর এটি first part .এর আগে আমরা প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ইতিহাস,ভূগোল এর most important questions নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যদি আগের part গুলি না দেখে থাকো নিচে দেওয়া link click করে দেখে নাও।

তো আজকের আলোচ্য বিষয় শুরু করা যাক। ভারতের প্রথম মহিলা (India's first woman)



             

India's first woman 




         Join our telegram click here



১. রাষ্ট্রপতি -- প্রতিভা পাটিল(2007)

২. লোকসভার অধ্যক্ষ -- মিরা কুমারি(2009)

৩. প্রধানমন্ত্রী -- ইন্দিরা গান্ধী(1966)

৪. মুখ্যমন্ত্রী -- সুচেতা কৃপালিনী(উত্তর প্রদেশ)

৫. রাজ্যপাল -- সরোজনী নাইডু (উত্তর প্রদেশ)

৬. রাষ্ট্রদূত -- বিজয়লক্ষ্মী পণ্ডিত

৭. হাইকোর্টের বিচারপতি -- আন্না চন্ডী

৮. হাইকোর্টের প্রধান বিচারপতি -- লিলা সেট

৯. স্নাতক -- কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্র মুখি বসু

১০. সাম্মানিক নাটক -- কামিনী রায়

১১. এম এ উত্তীর্ণ -- চন্দ্রমুখি বসু

১২. সুপ্রিম কোর্টের বিচারপতি -- মিরা সাহিব ফাতেমা বিবি

১৩. আই এ এস অফিসার -- আন্না জর্জ মালহোত্রা

১৪. আইপিএস অফিসার -- কিরণ বেদী

১৫. এভারেস্ট জয়ী -- বাচেন্দ্রী পাল(1984)

১৬. এভারেস্টজয়ী (প্রতিবন্ধী) -- অরুনিমা সিনহা

১৭. বিমান চালক -- দূর্বা ব্যানার্জি

১৮. মহাকাশচারী -- কল্পনা চাওলা(1997)

১৯. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু -- আরতী সাহা(1959)

২০. জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু -- আরতি প্রধান


ভারতের জাতীয় উদ্যান part 1 click here

ভারতের জাতীয় উদ্যান part 2 click here


প্রিয় বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটি first part পরের part গুলি আমরা আগামী কাল দিয়ে দেব। প্রিয় বন্ধুরা তোমরা আমাদের telegram group এ যোগ দাও। যাতে প্রতিদিনের আপডেট পেতে পারো টেলিগ্রামে আমরা সবসময়ই কুইজ করিয়ে থাকি আগত দিনগুলিতে আমাদের ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা করা হবে। 

কিছুদিনের মধ্যেই প্রতিটি questions pdf আমরা তোমাদের দিয়ে দেবো।এভাবে আমাদের সাথে যুক্ত থাকো এবং প্রতিদিন অনেক অনেক প্রশ্ন উত্তর করতে থাকো।

ধন্যবাদ


Post a Comment

0 Comments