Search This Blog

River project in India (ভারতের নদী প্রকল্প)

 সুপ্রিয় বন্ধুরা

আবার একবার তোমাদের স্বাগতম আমাদের ওয়েব সাইটে।

প্রতিদিনের মত আজও আমরা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রধানত ভারতের নদী প্রকল্প নিয়ে আলোচনা করব। আগের দিনগুলোতে আমরা ইতিহাসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছে এবং most important questions নিয়ম আলোচনা করেছি। প্রতিটি পরীক্ষায় River projects in India নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। বিগত দিনগুলিতে আমরা দেখেছি প্রায় প্রতিটি পরীক্ষায় river project in India থেকে প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে। Railway SSC PSC police এইসব নানান ধরনের পরীক্ষায় নদী প্রকল্প থেকে প্রচুর প্রশ্ন এসেছে।

তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। River project in India (ভারতের নদী প্রকল্প)



ভারতের নদী প্রকল্প

 




 Join our telegram click here


১. ভাকরা নাঙ্গাল প্রকল্প--শতদ্রু নদী (ভাকরা বাঁধ, নাঙ্গাল বাঁধ)

২. চম্বল উপত্যকায় প্রকল্প--চম্বল নদী (গান্ধী সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ, জহর সাগর বাঁধ, কোটা বাঁধ)

৩. দামোদর উপত্যকা প্রকল্প--দামোদর নদ (মাইথন বাঁধ, তেনুঘট বাঁধ) বরাকর নদী (তিলাইয়া বাঁধ), কোনার নদী (কোনার বাঁধ)

৪. হিরাকুদ প্রকল্প--মহানদী (হিরাকুদ বাঁধ, টিকর পাড়া বাঁধ)

৫. রিহান্দ প্রকল্প--রিহান্দ নদী (গোবিন্দ বল্লভ জলাধার)

৬. কোশী প্রকল্প--কোশী নদী (হনুমান নগর বাঁধ) ভারত ও নেপালের যৌথ উদ্যোগে

৭. মৌরাক্ষী প্রকল্প--ময়ূরাক্ষী নদী (ম্যাসেঞ্জার বাঁধ, তিলপাড়া বাঁধ)

৮. নাগার্জুন সাগর প্রকল্প--কৃষ্ণ নদী (নাগার্জুন সাগর বাঁধ)

৯. ফারাক্কা প্রকল্প--গঙ্গা নদী (ফারাক্কা বাঁধ)

১০. তুঙ্গ ভদ্রা প্রকল্প--তুঙ্গ ভদ্রা নদী (তুঙ্গ ভদ্রা বাঁধ)

১১. সরাবতী হাইডেল প্রজেক্ট--সরাবতী নদী যোগ জলপ্রপাত

১২. কাকড়া পাড়া প্রকল্প--তাপ্তি নদী (কাঁকড়া পারা বাঁধ)

১৩. কংসাবতী প্রকল্প--কংসাবতী ও কুমারী নদী (মুকুটমনিপুর বাঁধ)

১৪. পচাম পাদ প্রকল্প বা শ্রী রাম সাগর প্রকল্প--গোদাবরী নদী (শ্রী রাম সাগর বাঁধ)

১৫. রামগঙ্গা প্রকল্প--রামগঙ্গা নদী (কালা গড় বাঁধ বা রামগঙ্গা বাঁধ)

১৬. তেহরি বাঁধ প্রকল্প --ভাগীরথী নদী (তেহরি বাঁধ)

১৭. উকাই প্রকল্প--তাপ্তি নদী (বল্লভ সাগর বাঁধ)

১৮. ইদুক্কি প্রকল্প--পেরিয়ার নদী (ইদুক্কি বাঁধ, চিরু থনী বাঁধ)

১৯. গণ্ড পরিকল্পনা--গণ্ডকী নদী (গণ্ডক ব্যারেজ)

২০.চুখা প্রকল্প--ওয়াংচু নদী (রায়ডাক নদী),(চুখা ড্যাম) ভারত ও ভুটানের যৌথ উদ্যোগ

২১. কয়না প্রকল্প--কয়না নদী (কয়না বাঁধ)

২২. সর্দার সরোবর প্রকল্প --নর্মদা নদী (সর্দার সরোবর বাঁধ)

২৩. ইন্দিরা সাগর প্রকল্প--নর্মদা নদী (ইন্দিরা সাগর বাঁধ)

২৪. লোহার ভবানী প্রকল্প--ভবানী নদী (ভবানী সাগর বাঁধ)


ভারতের রাজা ও তাদের রাজধানী  click here

গুরুত্বপূর্ণ যুদ্ধ part 1 click here

গুরুত্বপূর্ণ যুদ্ধ part 2 click here


এই question গুলি খুবই important. আগেরবার গুলিও খুবই গুরুত্বপূর্ণ লিংকে ক্লিক করে দেখে নাও। প্রিয় বন্ধুরা তোমরা এগুলি পড়লে পরীক্ষায় কমন অবশ্যই পাবে কিছু দিনের ভিতরে আমরা প্রতিটি Part

এর সম্পূর্ণ pdf আমরা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ততদিন পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম।

প্রতিদিন এরকম general knowledge এবং current affairs পেতে হলে এই website এ visit করুন

ধন্যবাদ






Post a Comment

0 Comments