Search This Blog

ভারতের রাজা ও তাদের রাজধানী (history GK)

 সুপ্রিয় বন্ধুরা

আমাদের ওয়েবসাইটের তোমাদের স্বাগতম।

প্রতিদিনের ন্যায় আজও আমরা কিছু history question and answer নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রধানত ভারতের রাজা ও তাদের রাজধানীর নিয়ে আলোচনা করব। তাদের রাজধানী কোথায় ছিল সেগুলো নিয়ে আলোচনা করব।

আমরা প্রতিদিনই আমাদের ওয়েবসাইটে এই ধরনের শিক্ষামূলক content provide করিয়ে থাকি। আমরা এর আগেও নানান ধরনের history most important GK provide করেছি। যেগুলি আগত পরীক্ষা জন্য যেমন rail SSC police PSC এর জন্য most important questions. আমরা কিছুদিন ধরে history এর series করছি। আজ আরো একটি part আমরা করাবো। প্রতিদিন এই ধরনের question and answer পেতে হলে আমাদের ওয়েবসাইটটি ফলো ফলো করো। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হও নিচে দেওয়া link এ click করে। আগের পোস্টগুলো দেখতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিন। তো চলো বন্ধুরা আজকের প্রশ্ন উত্তর গুলি দেখে নেওয়া যাক।

               

ভারতীয় রাজাদের রাজধানী



        Join our telegram channel click here

     

১. বিম্বিসার রাজধানী কোথায় ছিল?

👉 রাজগৃহ

২. অজাত শত্রু রাজধানী কোথায় ছিল?

👉রাজগৃহ

৩. শিশুনাগ রাজধানী কোথায় ছিল?

👉 বৈশালী ও অস্থায়ী গিরি ব্রযো

৪. ধনানন্দ রাজধানী কোথায় ছিল?

👉 পাটলিপুত্র

৫. চন্দ্রগুপ্ত মৌর্য রাজধানী কোথায় ছিল?

👉পাটলিপুত্র

৬. অশোক রাজধানী কোথায় ছিল?

👉পাটলিপুত্র

৭. কনিষ্ক রাজধানী কোথায় ছিল?

👉 পুরুষপুর বা পেশোয়ার

৮. প্রথম সাতকর্ণী রাজধানী কোথায় ছিল?

👉 প্রতিষ্ঠান

৯. সমুদ্র গুপ্ত রাজধানী কোথায় ছিল?

👉পাটলিপুত্র

১০. দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজধানী কোথায় ছিল?

👉 উজ্জয়িনী

১১. দ্বিতীয় পুলকেশী রাজধানী কোথায় ছিল?

👉 বাদামি

১২. রাজেন্দ্র চোল রাজধানী কোথায় ছিল?

👉 গঙ্গাইকোন্ড চোলপুরম

১৩. দন্তী দুর্গ রাজধানী কোথায় ছিল?

👉 মান্য ক্ষেত

১৪. প্রথম নরসিংহ বর্মন রাজধানী কোথায় ছিল?

👉 কাঞ্চিপুরম

১৫. শশাঙ্ক রাজধানী কোথায় ছিল?

👉 কর্ণসুবর্ণ

১৬. হর্ষবর্ধন রাজধানী কোথায় ছিল?

👉 কনৌজ

১৭. তৃতীয় গোবিন্দ রাজধানী কোথায় ছিল?

👉 ময়ূর খন্ডি

১৮. লক্ষণ সেন রাজধানী কোথায় ছিল?

👉 লক্ষণাবতী (নবদ্বীপ)

১৯. মুহাম্মদ বিন তুঘলক রাজধানী কোথায় ছিল?

👉 দিল্লি ও অস্থায়ী দেবগিরি

২০. বহমান শাহ রাজধানী কোথায় ছিল?

👉 গুলবার্গ (হাসনাবাদ)

২১. খরবেল রাজধানী কোথায় ছিল?

👉 কলিঙ্গ নগর

২২. শিবাজী রাজধানী কোথায় ছিল?

👉 রায়গর

২৩. আকবর রাজধানী কোথায় ছিল?

👉 ফতেপুর সিক্রি

২৪. শাহজাহান রাজধানী কোথায় ছিল?

👉 আগ্রা

২৫. সিরাজউদ্দৌলা রাজধানী কোথায় ছিল?

👉 মুর্শিদাবাদ


Join our telegram click here


গুরুত্বপূর্ণ যুদ্ধ part 1 click here

গুরুত্বপূর্ণ যুদ্ধ part 2 click here


এই question গুলি খুবই important. আগেরবার গুলিও খুবই গুরুত্বপূর্ণ লিংকে ক্লিক করে দেখে নাও। প্রিয় বন্ধুরা তোমরা এগুলি পড়লে পরীক্ষায় কমন অবশ্যই পাবে কিছু দিনের ভিতরে আমরা প্রতিটি Part

এর সম্পূর্ণ pdf আমরা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ততদিন পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম।

প্রতিদিন এরকম general knowledge এবং current affairs পেতে হলে এই website এ visit করুন

ধন্যবাদ




Post a Comment

0 Comments