Search This Blog

Very important history question and mock test

 

সুপ্রিয় বন্ধুরা 

আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত।

তোমরা দেখে থাকবে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের history GK and question answer করানো হয়। আমরা প্রধানত আগত competitive exam যথা rail PSC police SSC এই পরীক্ষাগুলির জন্য ইতিহাসের কিছু কিছু প্রশ্ন উত্তর provide করছে যাতে আগত পরীক্ষা গুলিতে তোমরা ভালো ফল করতে পারো। এবং নিজেদের জীবনে সফল হতে পারো। আজকে আমরা জানবো বা দেখব কোন রাজার আমলে কোন পর্যটক এসেছিল এবং তিনি কোন দেশের ছিল। এই প্রশ্নগুলি খুবই important তোমাদের আগত পরীক্ষাগুলির জন্য। চলো বন্ধুরে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি.

ভারতে আগত পর্যটক ও তাদের সময়কাল



Join our telegram click here




১. মেগাস্থিনিস কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক:গ্রীস


👉কার রাজত্বকালে: চন্দ্রগুপ্ত মৌর্য


২. ফা হিয়েন কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: চীন


👉কার রাজত্বকালে: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


৩. ইউ এন সাং কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: চীন


👉কার রাজত্বকালে: হর্ষবর্ধন 


৪. ডাই মাক্স কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: গ্রীস


👉কার রাজত্বকালে: বিন্দুসার


৫. আল বিরুনি কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: আরব


👉কার রাজত্বকালে: সুলতান মাহমুদ


৬. ইবন বতুতা কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: মরক্কো


👉কার রাজত্বকালে: মুহাম্মদ বিন তুঘলক


৭. পায়েজ ও এড ওয়ার্ল্ড বারবোসা কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: পর্তুগাল


👉কার রাজত্বকালে: কৃষ্ণদেব রায়


৮. নিকোলো কন্টি কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: ইতালি


👉কার রাজত্বকালে: প্রথম দেব রায়


৯. আব্দুর রাজ্জাক কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: আরব


👉কার রাজত্বকালে: দ্বিতীয় দেবরায়


১০. রালফ ফিচ কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক:ইংল্যান্ড


👉কার রাজত্বকালে: আকবর


১১. ক্যাপ্টেন হকিন্স স্যার টমাস রো এডওয়ার্ড কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: ইংল্যান্ড


👉কার রাজত্বকালে:জাহাঙ্গীর


১২.পেলমার্ট কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: হল্যান্ড


👉কার রাজত্বকালে: জাহাঙ্গীর


১৩. তভার্নিয়া কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: ফ্রান্স


👉কার রাজত্বকালে: শাহজাহান


১৪. মানুচি কোন দেশের নাগরিক ও কার রাজত্বকালে ভারতে আসে?


👉দেশের নাগরিক: ইতালি


👉কার রাজত্বকালে: ওরঙ্গজেব


গুরুত্বপূর্ণ যুদ্ধ part 1 click here

গুরুত্বপূর্ণ যুদ্ধ part 2 click here


এই question গুলি খুবই important. আগেরবার গুলিও খুবই গুরুত্বপূর্ণ লিংকে ক্লিক করে দেখে নাও। প্রিয় বন্ধুরা তোমরা এগুলি পড়লে পরীক্ষায় কমন অবশ্যই পাবে কিছু দিনের ভিতরে আমরা প্রতিটি Part


এর সম্পূর্ণ pdf আমরা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ততদিন পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম।

প্রতিদিন এরকম general knowledge এবং current affairs পেতে হলে এই website এ visit করুন

ধন্যবাদ




Post a Comment

0 Comments